কুতুবদিয়া থেকে অপহৃত চার জেলেকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া থেকে অপহৃত চার জেলেকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দুটি দেশীয় বন্দুক ও পাঁচটি কিরিচ।

সোমবার দুপুর ১২টায় কুতুবদিয়ার বাতিঘর এলাকায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অপহৃত জেলেরা হলেন- মুক্তাধন দাশ, আবু ছালেহ, স্বপন ও লিটন। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামে। আর আটক অপহরণকারীরা হলেন কুতুবদিয়ার বাতিঘর এলাকার আলী আকবর ও পারভেজ।

উদ্ধার হওয়া জেলে মুক্তাধন দাশ বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলাবাজার গ্রামের মতি লাল বহদ্দারের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে সাতজন জেলে গত বৃহস্পতিবার সাগরে যায়। মাছ ধরা শেষে বাঁশখালীতে ফেরার পথে সোমবার ভোরে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড পয়েন্টে জলদস্যুরা আক্রমণ করে ট্রলার, মাছ ও অন্যান্য সরঞ্জামাদি লুট করে আমাদেরকে ধরে নিয়ে যায়। পরে আমাদের ট্রলার মালিককে ফোন করে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

কুতুবদিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলা ১২টায় কুতুবদিয়ার বাতিঘর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সাতজন জেলের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে এখনো অভিযান চলছে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় বন্দুক ও পাঁচটি কিরিচসহ দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।