কুনিও হোসি হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক : রংপুরের চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।

মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল দায়ের করে থাকেন।

এখন সরকার যদি অগ্রাধিকার ভিত্তিতে এসব ডেথ রেফারেন্সের শুনানি করতে চান তাহলে রেজিস্ট্রার কার্যালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে থাকে। যেমনটি নিয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলা, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলা ও ব্লগার রাজিব হত্যা মামলার ডেথ রেফারেন্সের ক্ষেত্রে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির দণ্ড দেন রংপুরের আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাকআলী, লিটন মিয়া, সাখাওয়াত হোসেন ও আহছান উল্যাহ আনছারী। তবে আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।