কুমিল্লা বিশ্ববিদ্যালয় : দুই শিক্ষকের বাসায় ডাকাতি ও হামলা, শিক্ষকের হাতে শিক্ষক ও ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিতসহ নানা কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অচলাবস্থা অব্যাহত রয়েছে ।
শিক্ষকের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত শিক্ষককে ডিন পদ থেকে অব্যাহতি, শিক্ষককে লাঞ্ছনাকারী ছাত্রকে বহিষ্কার, খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার পর্যন্ত ৯ কার্যদিবসে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে কোনো পরীক্ষা ও ক্লাস হয়নি। ক্লাস ও পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শিক্ষকরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন।
অন্যদিকে, শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে বিভাজন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের মধ্যে চরম বিভক্তি দেখা দিয়েছে। মূলধারার বঙ্গবন্ধু পরিষদ থেকে সরে এসে প্রায় অর্ধশতাধিক শিক্ষক একই নামে আরেকটি সংগঠন নিয়ে আত্মপ্রকাশের চেষ্টা চালাচ্ছেন।
কুবির এই শিক্ষক রাজনীতির বলি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী এখন শিক্ষকদের কাছে জিম্মি । এদিকে, ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থী পরিষদ আন্দোলন করছে।
শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনায় শিক্ষক সমিতির ক্লাস ও পরীক্ষা বর্জনের প্রতিবাদে মানববন্ধন ও ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি গত ২২ জানুয়ারি উপাচার্য বরাবর প্রদান করে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী পরিষদ। ওই সময় তারা ২৩ জানুয়ারির মধ্যে ক্লাস ও পরীক্ষা চালু না হলে লাগাতার কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন। কিন্তুু এখন পর্যন্ত ক্লাস ও পরীক্ষা চালু হয়নি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ভোর ৪টার দিকে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ তারিক হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোছা. আশিখা আক্তারের বাসায় ১০-১২ জনের ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢোকে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করায় বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতি ২২ জানুয়ারি রোববার থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ক্লাস পরীক্ষা বর্জনে অচল হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রম। এর ফলে বাড়ছে সেশন জট। শিক্ষকদের দুই দিনের ক্লাস ও পরীক্ষা বর্জনে স্নাতক এবং স্নাতকোত্তর ২৬টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে বলে জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী।
ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ২৪ জানুয়ারি সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং কাঁঠাল তলায় অবস্থান কর্মসূচি পালন করেন। সকালের দিকে শিক্ষার্থী এবং শিক্ষকদের বাস ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দিলেও পরে ক্যাম্পাস থেকে আর বাস বের হতে দেননি তারা। ২৬ জানুয়ারি বৃহস্পতিবারও আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষকদের বাস আটকে দেন। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
ক্লাস-পরীক্ষা বর্জন করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ (একাংশ) আন্দোলনের নবম দিনে প্রশাসনিক ২৪টি পদসহ অন্যান্য পদ থেকে পদত্যাগ করেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু পরিষদের অপরাংশের সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক সমিতিকে ৪ ফেব্রুয়ারির মধ্যে কর্মসূচি প্রত্যাহার করে ৫ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা চালুর আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘ছাত্র উপদেষ্টা, হল প্রভোস্ট, হাউজ টিউটরসহ ১২টি প্রশাসনিক পদ এবং অন্যান্য ১২টি পদসহ মোট ২৪টি পদের শিক্ষকরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্টের কার্যকাল শেষ হয়ে যাওয়ায় উক্ত পদত্যাগপত্রটি উপাচার্য বরাবর উপস্থাপন করা যাচ্ছে না।
উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, ‘বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে দিয়েছি। শিক্ষকের বাসায় ডাকাতির চেষ্টার বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে বলেছি এবং শিক্ষক সমিতির বাকি দাবিগুলো আগামী সিন্ডিকেটে উত্থাপন করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করেছি।’