কুমিল্লার প্রায় ঘরে ঘরে এখন নতুন বইয়ের ঘ্রাণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার প্রায় ঘরে ঘরে এখন নতুন বইয়ের ঘ্রাণ। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ।

কুমিল্লার প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর মাঝে দেড় কোটি বই বিতরণ করা হচ্ছে।

জাতীয় পাঠ্যপুস্তক দিবসে কুমিল্লায় মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

রোববার কুমিল্লার জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক হাসিনা মোরশেদ, জেলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে এমপি বাহারের স্ত্রী মেহেরুন্নেছা বাহার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম নগরীর গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন।

এ বছর জেলার ১৬ উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের ৭৮১শিক্ষা প্রতিষ্ঠানের সাত লাখ ৫৭ হাজার ২৪২ জন শিক্ষার্থীকে এক কোটি ৩৭ হাজার বই বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া জেলার চার হাজার ৫২৭টি প্রাথমিক বিদ্যালয়ে ১০ লাখ ৩৭ হাজার ৩৬১ জন শিক্ষার্থীদের মাঝে ৪৩ লাখ ৪৪ হাজার ৭৫০টি বই বিতরণ করা হবে বলে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।