কুমিল্লার সিভিল সার্জনসহ ৩ জনকে তলব

নিজস্ব প্রতিবেদক : যমজ সন্তানের একটিকে পেটে রেখে অপারেশন শেষ করার বিষয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লার সিভিল সার্জন, লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনকারী ডাক্তার হোসনে আরা বেগমকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৭ নভেম্বর তাদের তিনজনকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৬ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘যমজের একটিকে পেটে রেখে অপারেশন শেষ’ শিরনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন। এ বিষয়ে আদালত আজ এ আদেশ দেন।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মা খাজিদার আরেক দফা অস্ত্রোপচার করে একটি মৃত বাচ্চা বের করেন চিকিৎসকরা।