কুমিল্লায় অভিযানে ৬ ডাকাত আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা নগরীতে ১০ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

রোববার সকাল ১০টার দিকে নগরীর ধর্মপুরে এ অভিযান চালানো হয়।এ সময় উদ্ধার করা হয় দুটি থ্রি নট থ্রি, তিনটি এলজি, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।

কুমিল্লা র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে অবস্থান নিয়ে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদের ভিত্তিতে গত রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র‌্যাব। প্রথমে দলনেতা শামছুদ্দিন কালুকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদেরও আটক করা হয়। এ সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।