কুমিল্লায় শহিদউল্লাহ (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শহিদউল্লাহ বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও শিবপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।
শহিদউল্লাহর চাচা বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, বুধবার সন্ধ্যায় শিবপুর গ্রামের মোরশেদ ও জলিল বরুড়া উপজেলার এক ব্যক্তির টাকা ছিনতাই করেন। ওই ব্যক্তি বিষয়টি শহিদউল্লাহকে জানান। রাত সাড়ে ১০টার দিকে শহিদউল্লাহ বিষয়টি জানতে গেলে তারা পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শফিউল্লাহর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদকে আটক করা হয়েছে।