কুমিল্লায় গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন (৪৫) ও তার শ্যালক মহিউদ্দিন (৩০)।

মনির হোসেনের চাচাতো ভাই মোশারফ হোসেন বলেন, কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি উপজেলার গৌরিপুরে মনির হোসেনের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় মনির হোসেনকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে। এ ছাড়া তার শ্যালক মহিউদ্দিনকে গুলি ও কুপিয়ে আহত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন ও মহিউদ্দিন মারা যান।

দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।