কুমিল্লায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় কাভার্ডভ্যান থেকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ বুধবার ভোরে কোটবাড়ি এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দুইজন হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর নোমান এলাকার সিরাজ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিমুড়া গ্রামের শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী কাভার্ডভ্যান আটক করে বিজিবির একটি দল। কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।