কুমিল্লায় পুকুর থেকে এক বই ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় পুকুর থেকে আক্তারুজ্জামান (৩২) নামের এক বই ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকালে বরুড়া উপজেলার শিলমুড়ীর বড়লক্ষীপুর গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আক্তারুজ্জামান ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।

শিলমুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন মজুমদার জানান, নিহত আক্তারুজ্জামান স্থানীয় বাজারে বইয়ের ব্যবসা করতেন। তিনি নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে রাতের কোনো এক সময় হত্যা করে পুকুরে লাশ ফেলা হয়েছে। তার মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।