নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে বিদেশে লোক পাঠানোর পাওনা টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আবদুল করিম (৪৫) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আবদুল করিমের ভাই শরিফুল ইসলাম জানান, রোববার রাতে ৩০-৪০ জন লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় নারীসহ ছয়জন আহত হয়। আহতদের মধ্যে প্রবাসী করিমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আবদুল করিম হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ওই গ্রাম থেকে বিল্লাল, আবু তাহের, গাজী মনির হোসেনসহ ৬ জনকে আটক করেছে।