কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত পাঁচজন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চী এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফয়সাল জানান, কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী ট্রাকের সংঘর্ষে ট্রাকের ওপর অবস্থান করা কয়েকজন নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় আহত হয় আরো ৪-৫ জন। আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বেলা পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।