কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে ওয়ার্কসপ ব্যবসায়ী আবু ইউছুফকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইউছুফ উপজেলার ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামের মৃত আব্দুল মান্নান মুনাফ মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রেখা আক্তার জানান, শনিবার দিবাগত রাত ৮টার দিকে গ্যাসটিকের ওষুধ আনতে গ্রামের পাশেই মতিন মার্কেটের উদ্দেশে বাড়ি থেকে বের হয় তার স্বামী। রাত ১০টায়ও বাড়ি না আসায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় তারা দুশ্চিন্তায় পড়েন। পরে রাত ১১টায় পরিবারের অন্যান্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বাড়ি ফিরে আসেন। আজ সকাল ৭টায় স্থানীয়রা বাড়ির দক্ষিণ পাশের ডোবায় তার স্বামীর মরদেহ দেখতে পান।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।