নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা।
সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সিপিসি-২’র অধিনায়ক মোস্তফা কায়জার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাস সোমবার ভোরে কুমিল্লার মিয়ার বাজার এলাকার টাইম স্কয়ার হোটেলের সামনে পৌঁছালে তাতে তল্লাশি চালায় র্যাবের সদস্যরা। এ সময় বাসের সিটের উপরের লাইটিং বক্সের ভেতর থাকা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাসের ড্রাইভার, দুই মাদক ব্যবসায়ী ও বাসটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জের আব্দুল হামিদ, নারায়ণগঞ্জের নাসির চৌধুরী ও ঝালকাঠীর সুমন। উদ্ধার হওয়া মাদকের মূল্য ৪০ লাখ টাকা বলে জানান তিনি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।