জ্যেষ্ঠ প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দিয়েছে দলটি।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কুমিল্লার নেতাদের নিয়ে বৈঠক শেষে সাক্কুকে মনোনয়ন দেওয়া হয়। সব ধরনের ভেদাভেদ ভুলে সাক্কুকে নির্বাচিত করতে একযোগে কাজ করতে দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
নতুন নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হাবে আগামী ৩০ মার্চ। এর আগে ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে সাক্কু নির্বাচিত হয়েছিলেন।