কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার সকালে কুলিয়ারচর উপজেলার ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোষপাড়ার রণজিৎ সেনের ছেলে রাজন সেন (৩০) ও সুজন সেন (২০)।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান বলেন, সকালে রণজিৎ সেনের স্ত্রী চিনু সেন কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তার চিৎকার শুনে ছেলে সুজন সেন ও রাজন সেন মাকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।