কুষ্টিয়ার সাবু ডাক্তার হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার আলোচিত সাবু ডাক্তার হত্যা মামলার আসামি ফজলুর রহমান ওরফে কসাই ফজলুর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফজলু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত গারেশ মণ্ডলের ছেলে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ফজলু মিরপুরের আওয়ামী লীগ নেতা ও আমবাড়িয়ার পল্লিচিকিৎসক সাবু ডাক্তার হত্যা মামলার ৩ নম্বর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।