
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে শারমিন আক্তার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ভস্মীভূত হয়েছে ৭টি বাড়ি।
সোমবার বিকেল পৌনে ৫টায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোলদিয়াড় গ্রামের শাহীনুরের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে শাহীনুরের বাড়িসহ প্রতিবেশীদের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে ততক্ষণে শাহীনুর, মলা মালিথা, আব্দুল কুদ্দুস, আব্দুস ছালাম, লালমন খামারু, শফিউল ইসলাম ও কোকিল খামারুলের বাড়ি ভস্মীভূত হয়। ঘরের মধ্যে আটকা পড়া শাহীনুরের ৫ বছরের শিশুকন্যা শারমিন আক্তার পুড়ে মারা যায়।
আগুনের খবর পেয়ে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, কোলদিয়াড় গ্রামের ৭ বাড়ির অন্তত ১৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে শাহীনুরের ৫ বছরের মেয়ে শারমিন।