
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আলী নুর টিপু (৫০) নামে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আলী নুর টিপু কুষ্টিয়ার শহরতলীর বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
প্রাথমিকভাবে তাদের ধারণা পরিকল্পিতভাবে ওই শিক্ষককে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।