কুষ্টিয়ায় করোনা লক্ষণ নিয়ে এক ব্যক্তি আইসোলেশনে

সোহেল পারভেজঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসা এক ব্যক্তিকে করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।
পেশায় তিনি রিকশাচালক (৪৫)। তিনি পরিবারসহ কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় বাস করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, শুক্রবার দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, এক মাস আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গত তিনদিন ধরে সর্দি, কাশি শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে যায়। এ তথ্য জানার পর অসুস্থ ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।