কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জঙ্গি হামলায় নিহত হোমিও চিকিৎসক ডা. সানাউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার জেএমবি সদস্যদের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোস্তাফিজুর রহমানের আদালতে তাদের হাজির করলে তিনি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ অক্টোবর পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম জানান, হোমিও চিকিৎসক ডা. সানাউর রহমান হত্যার ঘটনায় পুলিশ আজিজুল, সাইজুদ্দিন, সাইফুল ও জয়নাল নামের চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ২০ মে ডা. সানাউর রহমান সদর উপজেলার বটতৈল এলাকায় তার বাগানবাড়িতে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে যাওয়ার পথে শিশির মাঠ নামক স্থানে জঙ্গি হামলায় ঘটনাস্থলেই খুন হন। এ সময় গুরুতর জখম হন তার বন্ধু ইবির শিক্ষক সাইফুজ্জামান।
এদিকে হত্যাকাণ্ড সংঘটিত করে পালানোর সময় কবুরহাটে ফেলে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে স্কুলছাত্র নাইমুল ইসলাম নিহত হয়।