
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের বাড়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- বাড়াদী গ্রামের আবুল কালামের মেয়ে মাওয়া (২) ও আমিনের ছেলে আপন (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির হোসেন জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ ছেলে শিশুটি পানিতে পড়ে যায়। এ সময় মেয়ে শিশুটি তাকে তুলতে গেলে দুজনেই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুর পাড়ে এসে মাওয়াকে পানিতে ভাসছে দেখে। তাকে উদ্ধার করতে গেলে সেখানে আপনকেও ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।