কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক চালক নিহতসহ প্রায় ৩২ জন আহত

কুষ্টিয়া প্রতিনিধি : বুধবার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ বহনকারী মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (৩৩) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়। আহত হয় সাত পুলিশ সদস্য। কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক চালক নিহতসহ প্রায় ৩২ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজন পুলিশ সদস্য এবং ২৫ জন স্কুল শিক্ষার্থী।

নিহত মাইক্রোবাস চালক খুলনা জেলার রুপসা ইউনিয়নের তিলক গ্রামের আলাউদ্দিন ইসলামের ছেলে।

এ দুর্ঘটনায় মাইক্রোবাসের মধ্যে থাকা ১০ জন পুলিশ সদস্যের মধ্যে সাতজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শহীদুল ইসলাম, এসআই বশির, এসআই হাসান, নায়েক কৌশিক, পুলিশ সদস্য জিয়া, আলামীন, জাহাঙ্গীর।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, তারা মাইক্রোবাযোগে দিনাজপুর পুলিশ লাইন থেকে খুলনা পুলিশ লাইনের উদ্দেশে যাচ্ছিল। বিত্তিপাড়া নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক মনিরুল ইসলাম গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি পিকনিকের বাস কুষ্টিয়ার পাটিকাবাড়ি মুচিপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছে।