কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলাকে প্রথম ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে এক অনুষ্ঠানে ৮৫ জন ভিক্ষুককে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকমুক্তকরণ প্রকল্পের আওতায় এনে খোকসাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ভিক্ষুকদের প্রাথমিক পুনর্বাসনের অংশ হিসেবে ৫০ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ২ কেজি তেল ও ১টি কম্বলসহ চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ নগদ ১৫০০ করে টাকা দেওয়া হয়।
এ ছাড়া প্রতিটা পুরুষ ভিক্ষুককে ১টি লুঙ্গি ও মহিলা ভিক্ষুককে ১টি শাড়ি দেওয়া হয়। দীর্ঘমেয়াদি কার্যক্রমের মধ্যে রয়েছে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, ১০ টাকা মূল্যের চালের কার্ড ও কর্মক্ষম ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক প্রমুখ।