আল-আমীন,কুষ্টিয়ার মিরপুরে স্বরুপদহ দারুত তারবিয়াহ মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্বরুপদহ’তে মহিলাদের মধ্যে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল ১৯ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৯ টায় উপজেলার পোড়াদহ ইউনিয়নে এ মাদ্রাসার প্রস্তর স্থাপন করা হয়। কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, দারুল উলুম সাবীলুর মাদ্রাসার প্রতিষ্ঠিাতা প্রিন্সিপাল, মালয়েশিয়া প্রবাসী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড.মাওলানা শহিদুল ইসলাম ফারুকীর সার্বিক ব্যাবস্থাপনায় এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন। মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের সময় আরো উপস্থিত ছিলেন ফাতেমাতুজ্জোহরা মাদ্রাসার মোহতামিম মাওলানা লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম মাষ্টার, বেলায়েত হোসেন, আবুল বাশার শেখ, আব্দুল কাঊয়ুম মোল্লা, তৈয়ব আলী, আব্দুল জলিল, ইউনুস আলী, আতিয়ার হোসেন, মাওলানা ফারুক হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হানজালা, মাওলানা আবীর হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল হাসান তুষার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা লুৎফর হাসান। ২ বিঘা জমির উপর মাদ্রাসা ভবনটি নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দারুত তারবিয়াহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল প্রফেসর ড.মাওলানা শহিদুল ইসলাম ফারুকী।