কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় মামুন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মামুন সদরপুর বাজারপাড়ার মৃত রিয়াজ আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর মাদ্রাসা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী মামুন সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি আটক করে ক্যাম্পে আনা হয়েছে।