
আল-আমীন,॥ কুষ্টিয়া জেলার সাবেক জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ ৫জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে পূর্ব মজমপুর নিবাসী খন্দকার গোলাম মোস্তফা এর স্ত্রী মমতাজ মোস্তফা। মামলা নং: মানি ৩/২০১৬ তাং ০১/০৮/২০১৬ মোকাম কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। মামলা আরজিতে বাদী বলেন যে, চৌড়হাস মৌজার সি.এস খতিয়ান নং ৬৭৭ এ .০৮ জমি তাহার ব্যক্তিগত/পারিবারিক সম্পত্তি হওয়া স্বত্বেও সম্পূর্ণভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম মুরাদ, সাবেক নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ কুষ্টিয়া মোঃ খায়রুজ্জামান মনি, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান. সওজ নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, উপ-বিভাগীয় প্রকৌশলী দেবদয়াল সরকার পারষ্পারিক যোগসাজসে তাহার ১৯টি দোকানঘর ভেঙ্গে দেয়। এ বিষয়ে তিনি হাই কোর্টে রীট করা স্বত্বেও এবং মামলায় জয়লাভ করা স্বত্বেও সম্পূর্ণ বেআইনীভাবে আমার নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে দেয়। বাদি সংক্ষুদ্ধ হয়ে আর্থিক, মানসিক, মানহানি হওয়ায় তিনি ১০ কোটি টাকার ক্ষতি পূরণ মামলা করেন । বাদি পক্ষের মামলা পরিচালনা করছেন সিনিয়ার আইনজীবি আলহাজ এ্যাডভোকেট মো: মসলেমউদ্দিন ।