
সচিবালয় প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সাধারণ আসনের ২২ জন ও সংরক্ষিত আসনের সাতজন সদস্যসহ মোট ২৯ জন নব নির্বাচিত কাউন্সিলর শপথ নেন।
স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মো. মনিরুল হক সাক্কু, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন।