
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে আজমল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা জমি-জমাসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। কারণ আজমল হোসেনের সঙ্গে সৎভাই মনিরুজ্জামান ওরফে মহিজলের দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
এলাকাবাসী জানায়, আজ ভোরে বাড়ির পার্শ্ববর্তী জমিতে আজমল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহানী পিপিএম জানান, এই হত্যা ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এই ব্যাপারে নিহতের বড় ছেলে আব্দুল হামিদ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।