
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০কেজি গাঁজাসহ মোঃ মোবাশ্বের হক(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়,রোববার(১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (চৌকিদারটারী) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ১০কেজি গাঁজাসহ মোঃ মোবাশ্বের হককে আটক করা হয়। আটক মোবাশ্বের ওই এলাকার মজিবর রহমানের পুত্র।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে।