কুড়িগ্রাম প্রতিনিধি : ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় জড়িত গোলাম রব্বানী নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম পুলিশ।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে আসে। সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার তবারক উল্লাহ।
গ্রেপ্তার জেএমবি সদস্য গোলাম রব্বানীর বাড়ি রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামে। সে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে কুড়িগ্রামের গাড়িয়াল পাড়া এলাকায় প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে খুন হন ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী। এ সময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।