
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দের তেলীপাড়ায় রতন চন্দ্র বর্মন (২৪) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তেলীপাড়ার ভবেশ চন্দ্র বর্মনের ফাঁকা বাড়ির একটি ঘর থেকে রতনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রতন আত্মহত্যা করেছেন।
রতন ঢাকায় কর্মরত ছিলেন। গত ২৯ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসেন।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আফজালুল হক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য রতন চন্দ্র বর্মনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।