কুড়িগ্রামে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার মামলা!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন প্রেমিকা।
জানা গেছে,উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্যভরতেরছড়া গ্রামের জনৈক এক ছাত্রীর সাথে একই উপজেলার পালপাড়া গ্রামের মৃত-আয়নাল হকের ছেলে সেনাসদস্য আনোয়ার হোসেন (২৩) এর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তোলে।মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে,প্রেমিক আনোয়ার অসম্মতি জানায়।

গত ১ এপ্রিল ওই প্রেমিকা বিয়ের দাবী নিয়ে আনোয়ারের বাড়ীতে পৌঁছেলে প্রেমিক আনোয়ারসহ তার পরিবারের সদস্যরা তাকে মারপিট করে আহত করে। পরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গত ৬ এপ্রিল পুলিশ সুপারের নিকট প্রতিকার চেয়ে আবেদন করে নির্যাতিত স্কুল ছাত্রীর বড় ভাই জাহিদুল ইসলাম। এর প্রেক্ষিতে কচাকাটা থানা পুলিশ ১৪ এপ্রিল আনোয়ার হোসেন, তার মা আনোয়ারা বেওয়া (৫৮), রেহানা পারভীন (২৮) এবং আলেয়া বেগমকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়।

এব্যাপারে মঙ্গলবার(২৮ এপ্রিল) বিকেলে কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন,মামলাটি তদন্তাধীন রয়েছে।