কুড়িগ্রামে বাবার আঘাতে ছেলের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাবার লাঠির আঘাতে ছেলে আহসান হাবিব সানুর (৪০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ মে) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারিবারিক বলহের জের ধরে বাবার লাঠির আঘাতে আহত হন সানু।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলা সদরের চাঁন্দামারী ঝাঁকুয়াপাড়া গ্রামের আব্দুল হাই ঝুনুর সঙ্গে তার ছেলে আহসান হাবিব সানুর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার পূর্ব কলহের জের ধরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝুনু (৬০), তার ছোট ভাই মাহবুব (৫২) ও বাচ্ছুর (৪৮) সঙ্গে সানুর ওপরও নির্যাতন শুরু করেন।

এক পর্যায়ে ঝুনু লাঠি দিয়ে সানুর মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রমেক হাসপাতাল থেকে আসার পর ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।