কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাসিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের সাইট লাইন থেকে সংযোগ নিতে গিয়ে ওই গ্রামের সাইফুর রহমান (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে মা ছবিরন বেগম (৪২) ও স্ত্রী মমতাজ বেগম (২০) এগিয়ে আসে। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সাইফুর রহমান ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।