কুড়িগ্রামে বিশেষ বরাদ্দের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতিতে দেশের শীর্ষ দরিদ্র প্রবণ জেলা কুড়িগ্রামের জন্য বিশেষ বরাদ্দের দাবী জানিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেল -নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

সোমবার (৪ মে) সকাল থেকে বিভিন্ন উপজেলায় বিশেষ বরাদ্দের দাবীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রেল -নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, চরম দরিদ্র প্রবণ কুড়িগ্রাম জেলা। এছাড়াও এই জেলার বেশিরভাগ মানুষ শ্রমজীবি।দরিদ্রদের হার অপেক্ষাকৃত কম যে এলাকায় সেখানে বরাদ্দ বেশি আর কুড়িগ্রামেই বরাদ্দ সবচেয়ে কম! করোনা কালে জেলার দ্রারিদ্রের পরিমাণের উপর ভিত্তি করে বরাদ্দের পরিমাণ নির্ধারণ করে ত্রাণ সহায়তার দাবি জানান তিনি।