কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদীর পানি কমলেও ভোগান্তিতে বানভাসীরা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপূত্র নদের পানি কমলেও ভোগান্তিতে বানভাসীরা।
শনিবার সকালে ব্রহ্মপূত্র নদের পানি ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলে ও চরম ভোগান্তিতে রয়েছে বন্যা কবলিতরা । বন্যায় গো-চারণভূমি তলিয়ে যাওয়ায় গরু, ছাগল ও ভেড়া নিয়ে চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। বন্যা কবলিতদের খাদ্য, বিশুদ্ধ পানি ও লেট্রিনের সমস্যা দেখা দিয়েছে।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান বলেন,২৫ মেঃটন চালও নগদ ১ লাখ টাকা বরাদ্দ পেয়েছি।  বন্যার্তদের মাঝে ৪ শতাধিক শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।