কুড়িগ্রাম প্রতিনিধি : দেশ ও জাতির কল্যাণ কামনায় শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে কুড়িগ্রামে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা ফারুক হোসেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ইজতেমার মূল পর্ব। ইজতেমায় বয়ান পরিচালনা করেন তাবলীগ জামাতের কেন্দ্রীয় সুরা সদস্যরা। ইজতেমায় দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি অংশ নেন।