কুড়িগ্রামে মিষ্টি কুমড়া ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ১৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মিষ্টি কুমড়া ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারিঝাড় ইউরিয়নের চর ধাউরারকুটির চাঁদনি বাজার এলাকায়।এ ঘটনায় গুরুত্বর আহত রশিদ, সামাদ, রফিকুল ও কাশেমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে,বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় মৃত জব্বার মন্ডলের ছেলে রফিকুলের কুমড়া ক্ষেত থেকে কুমড়া ছেড়ার সন্দেহে একই এলাকার মৃত ময়েন উদ্দিনের পুত্র জয়নাল ও বক্করের সাথে বাকবিতর্ক শুরু হয়।এরই এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে ১৩জন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রফিকুল, সামাদ, আবুল কাশেম, রশিদ, হবিবর, শাহআলম, শহিদুর, কল্পনা, জয়নাল, বক্কর, আমির হোসেন, দুলাল ও জহুরুল নামের ব্যক্তিরা আহত হয়েছেন।
এব্যাপারে শুক্রবার(২৪ এপ্রিল) বিকেলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিয়ার রহমান জানান,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।