জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতভিটার জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সংঘর্ষের ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বড়াইকান্দি গ্রামে এ ঘটনা ঘটলে দিনগত রাতে রফিকুলের মৃত্যু হয়। রফিকুল বড়াইকান্দি গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে।
এ ঘটনায় বুধবার রাতে নিহতের ছেলে বাদী হয়ে রৌমারী থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- চর বড়াইকান্দি গ্রামের নইবর আলীর ছেলে মুকুল হোসেন (৪৫) ও তার ছেলে আবুল হোসেনের স্ত্রী ছাবিয়া বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, টুনু মিয়ার ছেলে রফিকুল ও একই গ্রামের নইবর আলীর ছেলে আবুল হোসেন সঙ্গে বসতভিটার সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আবুল হোসেন জোর পূর্বক রফিকুলের ভোগদখলীয় ভিটায় টিন দিয়ে বেড়া দিতে থাকেন। এসময় নিহতের ছোট ছেলে রায়হান মিয়া বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আবুল হোসেনের লোকজন রফিকুল ইসলামের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে তার মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।