কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের চওড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত মোটরসাইকেল চালককে আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের চওড়ার বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রংপুরগামী মিনিবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আর মোটরসাইকেল চালককে গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ দুর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।