কৃষ্ণা কাবেরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী বাইন হত্যা মামলার বাদী এবং তার ভাসুর সুধাংশু শেখর বিশ্বাস সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী জ্ঞানেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং উজ্জল প্রসাদ কানু তাকে জেরা শুরু করেন। আসামিপক্ষের আইনজীবীরা জেরার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ আগামী ১৩ জুলাই ধার্য করেছেন।

সাক্ষ্য গ্রহণকালে আসামি কেএম জহিরুল ইসলাম পলাশ আদালতে হাজির ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপ-পরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বাইন। ওই ঘটনায় সুধাংশ শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন গত বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২০ এপ্রিল জহিরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।