কেআইবি নির্বাচনে বিএনপিপন্থিদের অনীহা

নিউজ ডেস্ক : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে আওয়ামী ও বামপন্থি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের ৩৫ জন পদ প্রত্যাশী।

কিন্তু টানা তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি সমর্থিত এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)। ফলে এবারও কেআইবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী-বামপন্থিরা নির্বাচিত হতে যাচ্ছেন।

শুক্রবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শনিবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. নজরুল ইসলাম নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের নাম ঘোষণা করেন।

কেআইবির গঠনতন্ত্রের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের প্যানেলভুক্ত হওয়া নিষিদ্ধ থাকায় প্রার্থীরা স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদে কৃষিবিদ এ এম এম সালেহ, সিনিয়র সহসভাপতি পদে অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, মহাসচিব পদে কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স, দপ্তর সম্পাদক পদে কৃষিবিদ এস এম মিজানুর রহমানসহ বিভিন্ন পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন বর্জন করার বিষয়ে জানতে চাইলে অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা জানান, অ্যাবের পক্ষ থেকে এ নির্বাচনে অংশগ্রহণ না করার কারণ আনুষ্ঠানিকভাবে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

অ্যাবের বর্তমান কমিটিতে স্থান না পাওয়া কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকায় অ্যাবের সাংগঠনিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। দুর্বল নেতৃত্বের কারণে দলের মধ্যে আছে অন্তঃকোন্দল। এমন পরিস্থিতিতে নির্বাচনে কাঙ্খিত ফল লাভে ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই টানা তৃতীয়বারের মতো নির্বাচন বর্জন করে অ্যাব।

সংশ্লিষ্ট নির্বাচন কমিশন জানায়, আগামী ৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের দিন কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না পাওয়া গেলে বৈধ প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে।