কেনিয়ায় ভবন ধসে নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে সাত তলা একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১৫জন।মঙ্গলবার দেশটির উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছে।

কেনিয়া রেডক্রস টুইটারে জানিয়েছে, সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। যে ভবনটি ধসে পড়েছে সেটি নাইরোবির পূর্বাংশের একটি শহরতলীতে অবস্থিত। টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভবনটি রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগেই অবশ্য এর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ভবনটি ধসে পড়ার সময় কেউ এর নিচে চাপা পড়েছে কি না উদ্ধারকর্মীরা সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছেন।

পূর্ব আফ্রিকার এই দেশটিতে এর আগেও ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে। গত বছরের মাঝামাঝি দেমটিতে একটি ভবন ধসে ৪৯ জনের মৃত্যু হয়েছিল।