কেনো ফেইজবুকে স্ট্যাটাস নিয়ে আমার উপরে হামলা চালায়, ওরা কারা এবং প্রশাসনের কোন তৎপরতা নেই কেনো?

স্টাফ রিপোর্টার।। ভোলার চরফ্যাসন উপজেলা আজকের ডাক ও প্রতিদিন বাংলাদেশ পত্রিকার  সংবাদদাতা সাংবাদিক তুহিনের উপরে সন্ত্রাসী হামলার পর প্রশাসনকে জানানো হলেও তার কোন ব্যাবস্থা নেয়া হয়নি।গত২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দক্ষিণ আইচা বাজারের সদর রোডে নিজাম বয়াতির দোকানের সামনে ও মাতাব্বর ইলেক্ট্রনিক্স এর দোকানে হামলার এই ঘটনা ঘটে।দায়িত্ব প্রাপ্ত অফির্সার থাকার পরেও আউট লোক মোবাইল ফোন নিয়ে  পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত্র পোষ্ট নিয়ে সাংবাদিক তুহিনের উপরে হামলা চালানো হয়,বলে যানা গেছে।এ ব্যাপারে সাংবাদিক তুহিন বলেন, বিষয়টা ভোলা৪ আসনের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে বিষয়টি জানানো হয়।একটি বিশেষ মহল উপমন্ত্রী মহাদয়ের কাছে ফোন দিয়ে  আমার বিরোদ্দে অপ্রচার চালায়, এবং আমি অপরাধী না হয়ে, আমাকে তাহার  কাছে অপরাধী বানায়।এবং আমার মানক্ষুন্ন করার চেষ্ঠা করতেছে।আমি চাই আমার হামলার  বিষয়টা ভাল করে তদন্ত করে,অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হউক ,এবং হামলার নিউজটি দৈনিক সিটিজিপোষ্ট দৈনিক ,আজকের ডাক দৈনিক প্রতিদিন বাংলাদেশ, দৈনিক বরিশাল বার্তা দৈনিক লালমহননিউজ, দৈনিক ইউরোবিডিনিউজ দৈনিক বিডিমর্নিং,,এইসব পত্রিকায় প্রকাশ হওয়াতে আমার উপরে আবার হামলা চালানোর প্রক্রিয়া চলাচ্ছে। সেই  হামলা কারি সন্ত্রাস সাগর  তৈয়ব ও আমানুল।এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাই।