কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আপাতত বন্ধ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আপাতত বন্ধ রেখেছে পুলিশ।

সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এটি করা হয়েছে। তবে পরিচ্ছন্নতার কাজ শেষ হলেই মিনার আবার উন্মুক্ত করে দেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘এটি প্রতি বছর করা হয়। প্রথম প্রহর থেকে এখানে বিপুল পরিমাণ ফুল জমা হয়েছে। এত ফুল না সরালে নোংরা পরিবশে সৃষ্টি হবে। এ কারণে দুপুর আড়াইটা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা বন্ধ রাখা হয়েছে। এখন সিটি করপোরেশনের লোকজন ফুলগুলো সরিয়ে ফেলছেন। ফুল থাকলে মানুষের পায়ের নিচে পড়ে পরিবেশ নষ্ট হবে। মূলত এ কারণেই শ্রদ্ধা নিবেদন বন্ধ রাখা হয়েছে।’