নিজস্ব প্রতিবেদক, খুলনা : দলীয় সমস্যার সমাধান করতে আর কখনোই কেন্দ্রের দ্বারস্থ হবে না খুলনা বিএনপি।
খুলনার সব কমিটি বসে তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে করতে হবে। ঢাকায় বসে তৈরি কোনো কমিটি খুলনা বিএনপি গ্রহণ করবে না।
শনিবার দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ৩ ডিসেম্বর খুলনা বিএনপির নেতা-কর্মীদের সংহতি প্রকাশ দিবস ঘোষণা করে ওই দিন খুলনায় মহাসমাবেশ কর্মসূচি পালন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা খুলনা মহানগর বিএনপি ও অঙ্গদলের ত্যাগী পরীক্ষিত নেতৃত্বকে বাদ দিয়ে দল ও আন্দোলনের সঙ্গে সম্পর্কহীন একটি ক্ষুদ্র স্বার্থবাদী গোষ্ঠী দল পুনর্গঠন প্রক্রিয়ার সুযোগে কেন্দ্রে খুলনার নেতাদের সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করছে।
আঞ্চলিকতার সুযোগ গ্রহণ, খালিশপুর থানা বিএনপির নির্বাহী সভায় বহিরাগত সন্ত্রাসীদের হামলা, দল বিচ্ছিন্ন কতিপয় ব্যক্তি সংবাদ সম্মেলন করে বিএনপির সম্মেলন প্রতিরোধের হুমকি, অজ্ঞাত স্থান থেকে কুশপুতুল দাহ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া, শহরের বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সংগ্রহ করে সমাবেশের নামে সিনিয়র নেতাদের চরিত্র হননের অপপ্রয়াস, সম্মেলনের অনুমতি না দিতে সরকারি দল দিয়ে পুলিশের ওপর চাপ প্রয়োগ করার ঘটনা একই সূত্রে গাঁথা।
আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা খুলনা মহানগর বিএনপি কখনোই এই ষড়যন্ত্র মেনে নেবে না। দুর্বৃত্ত, দুর্নীতিবাজ ও কুচক্রীদের সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে লাগাতার কর্মসূচি পালন করবে বিএনপি।
গত পঁচিশ বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা খুলনা মহানগর বিএনপি কোনো অপশক্তি-কুচক্রির কাছে মাথা নত করবে না। অসততা ও দুর্বৃত্তায়নের নীতিহীন এবং তদবিরের রাজনীতির বিপরীতে সত্য ন্যায় ও আদর্শবাদী রাজনীতির ধারক-বাহকরা কারো করুণা ভিক্ষার জন্য বসে থাকবে না।
সভা থেকে দলের এই সংকট সময়ে একই স্রোতধারায় প্রবাহিত করে নষ্ট ও আদর্শহীনদের বিরুদ্ধে শক্ত প্রাচীর রচনা করতে কর্মসূচি গ্রহণ করা হয়। ৩ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির পূর্ব নির্ধারিত দিনে সম্মেলন আয়োজন বাঁধাগ্রস্ত করায় ওই দিনটিকে বিএনপির নেতা-কর্মীদের সংহতি প্রকাশ দিবস ঘোষণা করে ওই দিন খুলনার প্রাণকেন্দ্রে মহাসমাবেশ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, কাজী মো. রাশেদ, শেখ খায়রুজ্জামান খোকা, শাহজালাল বাবলু, শেখ ইকবাল হোসেন, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার প্রমুখ।