কেবল গ্রহণযোগ্যরা আ.লীগের মনোনয়ন পাবেন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : আগামী সাধারণ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাই দলের মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

কুমিল্লায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের কাছে অগ্রহণযোগ্য কোনো ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। যারা জনগণের কাছে গ্রহণযোগ্য তারাই কেবল মনোনয়ন পাবেন।’

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ বিষয়ে জোরালো দাবি জানানোর অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্যই শিক্ষা নয়, শিক্ষার্থী হতে হবে জ্ঞান আহরণের জন্য। জীবনের জন্য শিক্ষা অর্জন কর, জীবিকার জন্য নয়।’

চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবদুছ সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ বাদল রায় প্রমুখ।