কেমন যাবে ২০১৭

মকর রাশির (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) জাতিক/জাতিকারা সাধারণত কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। সদা সতর্ক ও হিসেবি হয়ে থাকেন। আরামপ্রিয়তার জন্যে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। এরা যথেষ্ট কর্মশক্তির অধিকারী। সহজাতভাবে এদের মধ্যে সাংগঠনিক দক্ষতা রয়েছে। মাঝে মধ্যে আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয়। ভাগ্যোন্নয়নে এদের কর্মের বিকল্প কিছু নেই। নানারকমের প্রতিবন্ধকতা মোকাবেলা করার মাধ্যমে এদেরকে সামনের পথে এগিয়ে চলতে হয়। এরা বাস্তব জীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না।

রাশির অধিপতিগ্রহ : শনি

শুভ রত্ন : ইন্দ্রনীলা

শুভ রঙ : সাদা, কালো, লাল, নীল

শুভ সংখ্যা : ৬,৮,৯

শুভবার : শনিবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

আপনার পেশাগত সাফল্য বাড়বে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করেই পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ বছর আপনি ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। পরিবার, সহকর্মী কিংবা সামাজিক জীবনে আপনাকে সচেতন থাকার প্রয়োজন হবে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের বিষয়ে স্বচ্ছ ধারণা রাখুন। এতে করে ভুল বোঝাবুঝির আশংকা কমবে।

সামাজিকভাবে স্বীকৃত নয় এমন সম্পর্কের ক্ষেত্রে সচেতন হোন। কেউ কেউ আবেগের বশে ভুল সম্পর্কের দিকে পা বাড়াতে পারেন। এতে করে ব্যক্তিগত ও পারিবারিকভাবে নানা ধরনের সমস্যা তৈরি হওয়ার আশংকা রয়েছে। একটি কথা মনে রাখতে পারেন। যখন কেউ দেখছে না তখন আপনি যে কাজ করেন সে কাজের মাধ্যমেই ব্যক্তির আসল পরিচয় প্রকাশ পায়। এ ধরনের ক্ষেত্রে নিজেই নিজেকে পর্যবেক্ষণ করুন।

দেশের প্রচলিত আইন কানুন মেনে চলুন। নতুন করে কারো সঙ্গে অংশীদারিত্বের ব্যবসায়ে জড়ানোর ক্ষেত্রে আগে থেকেই ভালোভাবে জেনে বুঝে তার পর সিদ্ধান্ত নিন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কারো কারো ক্ষেত্রে বিদেশভ্রমণ হতে পারে।

 

 

ধনু রাশির (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) জাতক/জাতিকারা সাধারণত দূরদৃষ্টিসম্পন্ন ও ধার্মিক হয়ে থাকেন। স্রষ্টা সচেতনতা ও পরোপকারের মানসিকতা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। ব্যক্তিজীবনে এরা সাধারণত সৎ ও কর্মঠ হন। তবে অসতর্কতা ও অতিরিক্ত উদ্বিগ্নতার ফলে এরা প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হন। তবে কারো সমালোচনা ও বিতর্ক করা থেকে বিরত থাকুন।

রাশির অধিপতিগ্রহ : বৃহস্পতি

শুভ রত্ন : পোখরাজ, টোপাজ

শুভ রঙ : সাদা, কমলা, সবুজ, উজ্জ্বল নীল

শুভ সংখ্যা : ১,৩,৪,৬,৮,৯

শুভবার : রোববার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

আপনার জন্য নতুন বছরে অপেক্ষা করছে একাধিক সাফল্য। আপনি যদি চাকুরিজীবী হোন তবে পদোন্নতি কিংবা বেতনবৃদ্ধি হতে পারে। বছরের শুরুতে কিছুটা সময় প্রতিকূল থাকতে পারে। হাতের কাজ শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।

এ বছর আর্থিকদিক মোটামুটি ভালো যাবে। তবে সাময়িকভাবে পাওনা আদায় বিলম্বিত হতে পারে। সন্দেহপ্রবণতার ফলে নিজেই মানসিক সমস্যায় ভুগতে পারেন। অন্যকে বিশ্বাস করতে শিখুন। আর ভালোবাসুন হৃদয় দিয়ে। যোগাযোগমূলক কাজে আপনার সততা ও ধৈর্যের প্রয়োজন হবে। কারো সঙ্গে গোপনে তথ্য চালাচালির খবর ফাঁস হয়ে যাওয়ার আশংকা রয়েছে। নিজের কাছে সৎ থাকুন। করণীয় কাজে দায়িত্বশীলতার পরিচয় দিন। পরিস্থিতি এমনিতেই আপনার পক্ষে অনুকূল হবে।

পারিবারিক জীবনে সুখী হতে হলে বেশ কিছু বিষয়ে দৃঢ় মনোবল আর ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বুঝতে হয় পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে। কারো প্রতি ভুল ধারণার জন্যে অনুতপ্ত হতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে গৃহে নতুন মুখের আগমন ঘটতে পারে।

বিবাহযোগ্য অনেকেরই ক্ষেত্রে বিয়ের ফুল ফুটতে পারে। এ বছর আপনার অনেক ভ্রমণ হবে। বিদেশযাত্রার ক্ষেত্রেও বছরটি স্মরণীয় হয়ে থাকতে পারে।

এ রাশির জাতক/জাতিকাদের ব্যবসায়িক দিকও মোটমুটি ভালো যাবে। দন্তরোগ, গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি সমস্যা এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। শারীরিক ও মানসিক সমস্যা দূর করতে রেইকি চর্চা করতে পারেন।

 

 
বৃশ্চিক রাশির (২৪ অক্টোবর-২২ নভেম্বর) জাতক/জাতিকারা সাধারণত কাজে মনোযোগী হয়ে থাকেন। সংগীত, কলা ও লেখালেখির প্রতি এদের সহজাত আকর্ষণ রয়েছে। লেখক হিসেবে এরা বেশ সুনাম কুড়াতে পারেন। এরা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন। তবে মাঝেমধ্যে নিজ ভুলে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও এরা যথেষ্ট আন্তরিক।

অধিপতিগ্রহ : পাশ্চাত্যমতে প্লুটো, প্রাচ্যমতে মঙ্গল গ্রহ।

শুভ রত্ন : রক্তপ্রবাল

শুভ রঙ : হলুদ, কমলা, লাল, সাদা

শুভ সংখ্যা : ৩, ৪, ৯

শুভবার : রোববার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছরটি আপনার জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জীবনের বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পেশাগত দিক থেকে এ্ বছর মোটামুটি ভালো যাবে। তবে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অবিবাহিত কারো কারো ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউ কেউ ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক কিংবা কোনো বিষয়ে কারো সঙ্গে চুক্তি হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।

ব্যবসায়ীরা আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পাবেন। বড় ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কারো কারো ক্ষেত্রে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে। নব দম্পতির জন্য সময়টি আনন্দমুখর হতে পারে। পরিবারে নতুন মুখের আগমন হতে পারে। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম কিংবা শরীরচর্চা করুন। কারো কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কিংবা হার্ট সম্পর্কিত সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

 

 

তুলা রাশির (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) জাতক/জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারি হয়। বাহ্যিক অবয়বে কারো কারো চুল কোকড়া হতে পারে। এরা সাধারণত রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। সহজেই অন্যের সঙ্গে মিশতে পারে। যোগাযোগমূলক কাজে এদের বিশেষ দক্ষতা রয়েছে। এদের পছন্দ সাম্যতা। অন্যায় কর্ম এদের নীতিবিরুদ্ধ। যে কোনো কাজ এরা ধীরে ধীরে করতে পছন্দ করেন। অনেকের ক্ষেত্রেই এ কারণে ভাগ্যোন্নয়ন বিলম্বিত হয়ে থাকে। কর্মস্থলে এদের মতো মমতাময়ী ও সহযোগী পাওয়া দুষ্কর। অধস্তনদের দক্ষতা উন্নয়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাশির অধিপতিগ্রহ : শুক্র

শুভ রত্ন : হীরা, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন।

শুভ রঙ : সাদা, কমলা, লাল।

শুভ সংখ্যা : ১,২,৪,৭

শুভবার : শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছর আপনার সম্মান ও পদমর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার বিশেষ দায়দায়িত্ব ও সুনাম বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন হবে।

বছরের শুরু থেকেই ব্যায়াধিক্য দেখা যাবে। কেউ কেউ সাময়িক অর্থ সংকটে ভুগতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আবাসন সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে।

দাম্পত্য সম্পর্ককে সুখকর করে তুলতে পরস্পরের প্রতি সমমর্মী হোন। পরস্পরের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পার্টনারশিপ ভিত্তিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। হঠাৎ করেই কোনো বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের সম্ভাবনা রয়েছে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।

উচ্চশিক্ষা কিংবা কর্মসূত্রে কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন কারো দিকনির্দেশনা লাভ করতে পারেন। এক বা একাধিকবার তীর্থযাত্রা হতে পারে।

 

তুলা রাশির (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) জাতক/জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারি হয়। বাহ্যিক অবয়বে কারো কারো চুল কোকড়া হতে পারে। এরা সাধারণত রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। সহজেই অন্যের সঙ্গে মিশতে পারে। যোগাযোগমূলক কাজে এদের বিশেষ দক্ষতা রয়েছে। এদের পছন্দ সাম্যতা। অন্যায় কর্ম এদের নীতিবিরুদ্ধ। যে কোনো কাজ এরা ধীরে ধীরে করতে পছন্দ করেন। অনেকের ক্ষেত্রেই এ কারণে ভাগ্যোন্নয়ন বিলম্বিত হয়ে থাকে। কর্মস্থলে এদের মতো মমতাময়ী ও সহযোগী পাওয়া দুষ্কর। অধস্তনদের দক্ষতা উন্নয়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাশির অধিপতিগ্রহ : শুক্র

শুভ রত্ন : হীরা, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন।

শুভ রঙ : সাদা, কমলা, লাল।

শুভ সংখ্যা : ১,২,৪,৭

শুভবার : শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছর আপনার সম্মান ও পদমর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার বিশেষ দায়দায়িত্ব ও সুনাম বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন হবে।

বছরের শুরু থেকেই ব্যায়াধিক্য দেখা যাবে। কেউ কেউ সাময়িক অর্থ সংকটে ভুগতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আবাসন সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে।

দাম্পত্য সম্পর্ককে সুখকর করে তুলতে পরস্পরের প্রতি সমমর্মী হোন। পরস্পরের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পার্টনারশিপ ভিত্তিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। হঠাৎ করেই কোনো বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের সম্ভাবনা রয়েছে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।

উচ্চশিক্ষা কিংবা কর্মসূত্রে কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন কারো দিকনির্দেশনা লাভ করতে পারেন। এক বা একাধিকবার তীর্থযাত্রা হতে পারে।

 

 

আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যা রাশির (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) জাতক/জাতিকারা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন। যে কারণে প্রায়ই অন্যের ওপর অভিমান করে থাকেন। তবে যাই হোক এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান। সংগীত, গণিত, যুক্তি ও কর্ম দক্ষতায় এ রাশির জাতক/জাতিকারা হন অনন্য।

রাশির অধিপতি গ্রহ : বুধ

শুভ রত্ন : পান্না, পোখরাজ

শুভ রঙ : সাদা, হলুদ, সবুজ

শুভ সংখ্যা : ৪,৭,৯

শুভবার : সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

আশা করা যায় বছরজুড়ে আপনার শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। জ্ঞানার্জনের প্রতি আগ্রহ বাড়বে। নতুন নতুন বিষয়ে জ্ঞান ও ধারণা লাভ করবেন।

ব্যক্তিগত ও পেশাগত দিক মোটামুটি ভালো যাবে। কাজের পরিবেশ অনুকূল থাকবে। কর্ম দক্ষতার জন্যে সুনাম ও মর্যাদা বাড়বে। পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে সাময়িক মনের অমিল থাকতে পারে। পরিবারের প্রতি নেতিবাচক ধারণা পোষণ না করে বাস্তবতাকে বুঝতে শিখুন। তাহলে বাবা মায়ের প্রতি ভুল ধারণা থেকে মুক্তি পাবেন।

এ বছর আপনি আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা করা যায়। আপনার উপার্জন বাড়বে। বিভিন্ন উৎস থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যোগাযোগমূলক কাজে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। বিশেষ করে যারা মার্কেটিং পেশায় নিয়োজিত তাদের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।

বিবাহযোগ্য অনেকেরই বিয়ের দিনক্ষণ চুড়ান্ত হতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে বলে আশা করা যায়। বিমান কিংবা পর্যটন পেশায় নিয়োজিতদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে অনেকেরই বিদেশযাত্রা হতে পারে।

 

 

মকর রাশির (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) জাতিক/জাতিকারা সাধারণত কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। সদা সতর্ক ও হিসেবি হয়ে থাকেন। আরামপ্রিয়তার জন্যে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। এরা যথেষ্ট কর্মশক্তির অধিকারী। সহজাতভাবে এদের মধ্যে সাংগঠনিক দক্ষতা রয়েছে। মাঝে মধ্যে আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয়। ভাগ্যোন্নয়নে এদের কর্মের বিকল্প কিছু নেই। নানারকমের প্রতিবন্ধকতা মোকাবেলা করার মাধ্যমে এদেরকে সামনের পথে এগিয়ে চলতে হয়। এরা বাস্তব জীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না।

রাশির অধিপতিগ্রহ : শনি

শুভ রত্ন : ইন্দ্রনীলা

শুভ রঙ : সাদা, কালো, লাল, নীল

শুভ সংখ্যা : ৬,৮,৯

শুভবার : শনিবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

আপনার পেশাগত সাফল্য বাড়বে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করেই পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ বছর আপনি ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। পরিবার, সহকর্মী কিংবা সামাজিক জীবনে আপনাকে সচেতন থাকার প্রয়োজন হবে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের বিষয়ে স্বচ্ছ ধারণা রাখুন। এতে করে ভুল বোঝাবুঝির আশংকা কমবে।

সামাজিকভাবে স্বীকৃত নয় এমন সম্পর্কের ক্ষেত্রে সচেতন হোন। কেউ কেউ আবেগের বশে ভুল সম্পর্কের দিকে পা বাড়াতে পারেন। এতে করে ব্যক্তিগত ও পারিবারিকভাবে নানা ধরনের সমস্যা তৈরি হওয়ার আশংকা রয়েছে। একটি কথা মনে রাখতে পারেন। যখন কেউ দেখছে না তখন আপনি যে কাজ করেন সে কাজের মাধ্যমেই ব্যক্তির আসল পরিচয় প্রকাশ পায়। এ ধরনের ক্ষেত্রে নিজেই নিজেকে পর্যবেক্ষণ করুন।

দেশের প্রচলিত আইন কানুন মেনে চলুন। নতুন করে কারো সঙ্গে অংশীদারিত্বের ব্যবসায়ে জড়ানোর ক্ষেত্রে আগে থেকেই ভালোভাবে জেনে বুঝে তার পর সিদ্ধান্ত নিন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কারো কারো ক্ষেত্রে বিদেশভ্রমণ হতে পারে।

 

 

ধনু রাশির (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) জাতক/জাতিকারা সাধারণত দূরদৃষ্টিসম্পন্ন ও ধার্মিক হয়ে থাকেন। স্রষ্টা সচেতনতা ও পরোপকারের মানসিকতা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। ব্যক্তিজীবনে এরা সাধারণত সৎ ও কর্মঠ হন। তবে অসতর্কতা ও অতিরিক্ত উদ্বিগ্নতার ফলে এরা প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হন। তবে কারো সমালোচনা ও বিতর্ক করা থেকে বিরত থাকুন।

রাশির অধিপতিগ্রহ : বৃহস্পতি

শুভ রত্ন : পোখরাজ, টোপাজ

শুভ রঙ : সাদা, কমলা, সবুজ, উজ্জ্বল নীল

শুভ সংখ্যা : ১,৩,৪,৬,৮,৯

শুভবার : রোববার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

আপনার জন্য নতুন বছরে অপেক্ষা করছে একাধিক সাফল্য। আপনি যদি চাকুরিজীবী হোন তবে পদোন্নতি কিংবা বেতনবৃদ্ধি হতে পারে। বছরের শুরুতে কিছুটা সময় প্রতিকূল থাকতে পারে। হাতের কাজ শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।

এ বছর আর্থিকদিক মোটামুটি ভালো যাবে। তবে সাময়িকভাবে পাওনা আদায় বিলম্বিত হতে পারে। সন্দেহপ্রবণতার ফলে নিজেই মানসিক সমস্যায় ভুগতে পারেন। অন্যকে বিশ্বাস করতে শিখুন। আর ভালোবাসুন হৃদয় দিয়ে। যোগাযোগমূলক কাজে আপনার সততা ও ধৈর্যের প্রয়োজন হবে। কারো সঙ্গে গোপনে তথ্য চালাচালির খবর ফাঁস হয়ে যাওয়ার আশংকা রয়েছে। নিজের কাছে সৎ থাকুন। করণীয় কাজে দায়িত্বশীলতার পরিচয় দিন। পরিস্থিতি এমনিতেই আপনার পক্ষে অনুকূল হবে।

পারিবারিক জীবনে সুখী হতে হলে বেশ কিছু বিষয়ে দৃঢ় মনোবল আর ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বুঝতে হয় পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে। কারো প্রতি ভুল ধারণার জন্যে অনুতপ্ত হতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে গৃহে নতুন মুখের আগমন ঘটতে পারে।

বিবাহযোগ্য অনেকেরই ক্ষেত্রে বিয়ের ফুল ফুটতে পারে। এ বছর আপনার অনেক ভ্রমণ হবে। বিদেশযাত্রার ক্ষেত্রেও বছরটি স্মরণীয় হয়ে থাকতে পারে।

এ রাশির জাতক/জাতিকাদের ব্যবসায়িক দিকও মোটমুটি ভালো যাবে। দন্তরোগ, গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি সমস্যা এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। শারীরিক ও মানসিক সমস্যা দূর করতে রেইকি চর্চা করতে পারেন।

 

 

বৃশ্চিক রাশির (২৪ অক্টোবর-২২ নভেম্বর) জাতক/জাতিকারা সাধারণত কাজে মনোযোগী হয়ে থাকেন। সংগীত, কলা ও লেখালেখির প্রতি এদের সহজাত আকর্ষণ রয়েছে। লেখক হিসেবে এরা বেশ সুনাম কুড়াতে পারেন। এরা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন। তবে মাঝেমধ্যে নিজ ভুলে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও এরা যথেষ্ট আন্তরিক।

অধিপতিগ্রহ : পাশ্চাত্যমতে প্লুটো, প্রাচ্যমতে মঙ্গল গ্রহ।

শুভ রত্ন : রক্তপ্রবাল

শুভ রঙ : হলুদ, কমলা, লাল, সাদা

শুভ সংখ্যা : ৩, ৪, ৯

শুভবার : রোববার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছরটি আপনার জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জীবনের বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পেশাগত দিক থেকে এ্ বছর মোটামুটি ভালো যাবে। তবে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অবিবাহিত কারো কারো ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউ কেউ ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক কিংবা কোনো বিষয়ে কারো সঙ্গে চুক্তি হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।

ব্যবসায়ীরা আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পাবেন। বড় ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কারো কারো ক্ষেত্রে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে। নব দম্পতির জন্য সময়টি আনন্দমুখর হতে পারে। পরিবারে নতুন মুখের আগমন হতে পারে। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম কিংবা শরীরচর্চা করুন। কারো কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কিংবা হার্ট সম্পর্কিত সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

 

 

সিংহ রাশির (২৩ জুলাই-২৩ আগস্ট) জাতক/জাতিকারা সহজাতভাবে দক্ষ সংগঠক। নেতৃত্বের গুণাগুণ এদের মধ্যে সহজাত। এরা যথেষ্ট কর্মঠ ও আত্মনির্ভরশীল হন। শিল্প, কলা, ক্রীড়া ও সংগীতের প্রতি এদের আকর্ষণ রয়েছে। যে কোনো সৃজনশীল কাজে এরা উদ্যমী। সহজাতভাবে এরা অতিথি পরায়ণ। কাটছাট কথাবলার কারণে কেউ কেউ এদের ভুল বুঝতে পারে। তবে হৃদয় এদের ভালোবাসায় পরিপূর্ণ।

রাশির অধিপতিগ্রহ : রবি

শুভ রত্ন : রুবি, পান্না

শুভ রঙ : লাল, কমলা, সবুজ

শুভ সংখ্যা : ১,৪,৫,৯

শুভবার : রোববার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

বছরের শুরুতে আপনার কাজের চাপ বাড়বে। একসঙ্গে একাধিক কাজের ব্যস্ততা বাড়বে। ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে সময়ানুবর্তীতার প্রয়োজন হবে। এ বছর আপনি বেশ কিছু সুযোগ পাবেন যা কাজে লাগিয়ে সাফল্যের শিখরে পৌঁছার সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ বেশ ফলপ্রসু হবে। হঠাৎ করেই দূরে কোথাও ভ্রমণ হতে পারে।

বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্তদের জন্য বছরের শুরু থেকেই সতর্ক ও কৌশলী হতে হবে। অনলাইন মার্কেটপ্লেসে সম্পৃক্তদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো খবর পেতে পারেন। সাফল্য পেতে চাইলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। মাঝ পথে হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না।

এ রাশির বিবাহযোগ্য তরুণ তরুণীদের জন্য বছরটি শুভ হতে পারে। রহস্যজনক কোনো কারণে কারো কারো ক্ষেত্রে বিবাহের আলোচনা সাময়িকভাবে বিলম্বিত হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সন্দেহপ্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক খুব বেশি ভালো যাবে না।

ভাগ্যোন্নয়নের পথে অভিজ্ঞ কারো দিকনির্দেশনা পেতে পারেন। সুস্বাস্থ্যের জন্য স্বা্স্থ্যবিধি মেনে চলুন।

 

 

 

কর্কট রাশির (২২ জুন-২২ জুলাই) জাতক/জাতিকারা যথেষ্ট কল্পনাপ্রবণ ও কর্মঠ। প্রখর স্মৃতিশক্তির অধিকারী। এরা আত্মনির্ভরশীল। সংগীত ও কলার প্রতি আগ্রহ থাকতে পারে। এদের সুচতুর অনুমান ক্ষমতা প্রবল। অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন। এরা যথেষ্ট অতিথি পরায়ণ ও আন্তরিক। সেবামূলক কাজে এদের সহজাত আকর্ষণ রয়েছে। অনেক সময় এরা অন্যকে অনুসরণ করার চেয়ে বেশি অনুকরণ করেন। পরবর্তীতে জীবনের হিসেব মিলাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বাস্তবজীবনে এরা কোমল হৃদয়ের অধিকারী।

রাশির অধিপতি : চন্দ্র

শুভ রত্ন : মুক্তা, মুনস্টোন

শুভ রঙ : সাদা, সোনালী, ক্রিম, হলুদ, লাল

শুভ সংখ্যা : ১,৪,৬,৮

শুভবার : সোমবার, বুধবার ও শুক্রবার

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছর হচ্ছে আপনার প্রত্যাশা পূরণের বছর। আপনার বিশেষ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

কর্কট রাশির অনেকেই এ বছর প্রবাসসংক্রান্ত কাজে ব্যস্ত হয়ে উঠতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা ও ধৈর্যের পরিচয় দিতে হতে পারে।

যোগাযোগমূলক কাজের মাধ্যমে এ বছর আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন। ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে এ বছর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  আপনার বিশেষ কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে যানবাহন, জমি কিংবা বাড়ি কেনা হতে পারে।

সন্তান বিষয়ে চিন্তা বাড়বে। কারো কারো ক্ষেত্রে এ বিষয়ে সাময়িক জটিলতা দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের দায় দায়িত্ব বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কারো সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এমন আচরণ না করলেই  ভালো করবেন। কারো কারো ক্ষেত্রে টিউমার, দন্তরোগে সাময়িক ভুগতে হতে পারে। এ ধরনের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিলেই ভালো করবেন। এ বছরে কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা লাভ করতে পারেন। দাম্পত্য সম্পর্কে সাময়িক টানাপোড়েন দেখা যেতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমমর্মিতার মাধ্যমে দাম্পত্য সম্পর্ককে আরো মধুময় করে তুলতে পারবেন।

অপ্রত্যাশিতভা্বেই কারো কারো ক্ষেত্রে পেশা পরিবর্তন কিংবা পদোন্নতির যোগ রয়েছে। এ বছর আপনার ব্যয় বাড়বে।

 

 

 

মিথুন রাশির (২২ মে-২১ জুন) জাতক/জাতিকারা সহজাতভাবে দক্ষ সংগঠক। একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা ও যোগ্যতা দুটোই তাদের মধ্যে রয়েছে। এরা বাকপটু। অনায়াসে যে কোনো জায়গায় আড্ডা জমিয়ে তুলতে পারেন। এদের হৃদয় থাকে ভালোবাসায় পরিপূর্ণ। ক্রীড়া, সংগীত ও লেখালেখির প্রতি এদের বিশেষ দক্ষতা ও আগ্রহ রয়েছে। এরা পড়তে খুবই পছন্দ করেন। এরা সবসময়ই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। ব্যস্ততার মাঝেও এরা সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন।

রাশির অধিপতিগ্রহ : বুধ

শুভ রত্ন : পোখরাজ ও পান্না।

শুভ রঙ : সবুজ ও হলুদ।

শুভ সংখ্যা : ৩,৫,৬,৭

শুভবার : সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছরটি হবে আপনার জন্যে প্রত্যাশা পূরণের বছর। এ বছর আপনি ব্যক্তিগত ও পেশাগত কারণে প্রচুর ভ্রমণ করবেন। কারো কারো ক্ষেত্রে আবাসন সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়তে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। মূল্যবান আসবাবপত্র কিংবা যানবাহন কেনাকাটা হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে।

লেখালেখির সঙ্গে সম্পৃক্তদের জন্য বছরটি ব্যস্ততার মধ্যেই কাটবে। হাতের অনেক অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। এছাড়া্ও সৃজনশীল পেশার সঙ্গে সম্পৃক্তদের জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে।

শিক্ষার্থীরা এ বছর পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে সক্ষম হবেন। অনেকেই উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রবাসীদের জন্যও বছরটি হবে সাফল্য ও প্রাচুর্য লাভের বছর। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। নববিবাহিত দম্পতির সন্তান লাভের সম্ভাবনা রয়েছে।

এ বছর আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। শরীরের পুরোনো ব্যথা বেদনা দূর করতে রেইকি চর্চা করতে পারেন।

চলনে-বলনে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন হবে। রূঢ় বাক্য বিনিময় সুন্দর সম্পর্কগুলো নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন হবে। ব্যক্তিগত, সামাজিক কিংবা পেশাগত ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করুন। এ বছর আপনার একাধিকবার দূর দেশে ভ্রমণ হতে পারে।

 

 

 

বৃষ রাশির (২১ এপ্রিল-২১ মে) জাতক/জাতিকারা জানেন কীভাবে জীবনকে উপভোগ্য করে তুলতে হয়। ব্যক্তিগতভাবে আপনি আত্মনির্ভরশীলতা পছন্দ করেন। শিল্প, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকতে পারে। লেখালেখিতেও আপনি বেশ ভালো করতে পারেন। আপনি জানেন কীভাবে ভালোবাসার জন্যে নিজেকে উৎসর্গ করতে হয়। বৃষ রাশির জাতক/জাতিকারা সাধারণত রান্নায় পারদর্শী হন। সাজসজ্জা ও সৌন্দর্যপ্রীতি এদের সহজাত বৈশিষ্ট্য।

রাশির অধিপতিগ্রহ : শুক্র

শুভ রত্ন : হীরা, পান্না

শুভ রঙ : সবুজ, নীল, সাদা

শুভ সংখ্যা : ২,৭,৮,৯

শুভবার : শুক্রবার, শনিবার, সোমবার ও বুধবার

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

আপনার জন্যে বছরজুড়ে থাকছে বিভিন্ন ধরনের সাফল্য আর প্রাচুর্য লাভের সম্ভাবনা। নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। লেখক, শিল্পী ও কলাকুশলীদের জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে। নব দম্পতির জন্য বছরটি হবে আনন্দময়। কারো কারো ক্ষেত্রে সন্তানলাভের সম্ভাবনা রয়েছে।

দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বছরটি হবে মানিয়ে চলার বছর। পরস্পরের সুখ দুঃখের অংশীদারিত্বের মাধ্যমে দাম্পত্য সম্পর্ককে মধুময় করে তুলতে পারেন। কারো কারো ক্ষেত্রে প্রেমের সম্পর্কে চূড়ান্ত পরিণতি হতে পারে। প্রেমের বিয়েতে নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিস্থিতির আলোকে দূরদর্শী চিন্তাভাবনা করুন। সাময়িক ভালোলাগা পেতে গিয়ে যাতে তা জীবনের জন্য দুঃখের কারণ না হয় সেজন্যে নিজেকেই সচেতন থাকতে হবে।

এ বছর আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। তবে মাঝে মধ্যে হঠাৎ করে শরীর কম ভালো যেতে পারে। যেকোনো শারীরিক অসুবিধায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

কর্মক্ষেত্রে আপনার দায়দায়িত্ব বাড়বে। পেশাগত ক্ষেত্রে আপনার দায় দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করুন। কারো সঙ্গে বিতর্কে না জড়ালেই ভালো করবেন। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কিংবা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আপনি সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

আপনি যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন তবে বছরের শুরু থেকেই আপনাকে সতর্ক অবস্থানে থাকতে হবে। অনেকেই দেশ বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারেন।

 

 

 

 

 

মেষ রাশির (২১ মার্চ-২০ এপ্রিল) জাতক/জাতিকারা সাধারণত কর্মঠ ‌ও বুদ্ধিমান হয়ে থাকেন। পরিকল্পনা ও নেতৃত্বের অসাধারণ গুণ তাদের মধ্যে রয়েছে। এরা যেকোনো ঘটনায় প্রতিবাদ করতে জানেন। নিজের ও অন্যের অধিকার আদায়ে এরা সচেষ্ট। এরা যথেষ্ট আত্মবিশ্বাস ও কর্মশক্তির অধিকারী। জীবনের যেকোনো সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে জানেন। অসাধারণ নেতৃত্বের গুণাবলীর জন্যে এরা অন্যের প্রিয় হন। তবে কর্তৃত্বপরায়নার ফলে অনেকেই এদেরকে ভুল বোঝেন।

অধিপতি গ্রহ : মঙ্গল

শুভ রত্ন : রক্তপ্রবাল, রুবি, গার্নেট

শুভ রঙ : লাল, হলুদ, সোনালী

শুভ সংখ্যা : ১,২,৩,৪,৫,৮,৯

শুভবার : মঙ্গলবার, শুক্রবার ও শনিবার

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

নতুন বছরটি আপনার জন্যে আত্মজয়ের বছর। নিজেকে নতুনভাবে উপলব্দি করবেন আপনি। নানারকম সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ পাবেন।

কর্মক্ষেত্রে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জিং সময় পার করতে হতে পারে। কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বাড়বে। আপনি নিজেকে এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ীদের জন্য বছরটি হবে শুভ সম্ভাবনাময়। বিভিন্ন বিষয়ে চুক্তি হতে পারে। উত্তরাধিকারসূত্রে পাওনা সম্পত্তি নিয়ে সাময়িক সমস্যা মোকাবেলা করতে হতে পারে।

প্রবাসীদের ক্ষেত্রে বছরটিতে নানারকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। চোখ কান খোলা রাখুন। সুযোগ সবসময় দরজায় আস্তে করে টোকা দেয়। ধৈর্য ধরুন, কাজে লেগে থাকুন। সাফল্য পাবেন।

এ বছর আপনাকে আইনগত বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। পেশাগত কাজে পদস্থদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে পেশা পরিবর্তনের কিংবা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। চাকুরিপ্রার্থীদের চাকুরিলাভ ও প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। যাদের পানশালায় যাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে।

ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্তদের জন্য বছরটি বেশ অনুকূল থাকতে পারে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে।

লেখক : অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট। কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি, ঢাকা। ইমেইল: [email protected]