কেরানীগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে সিদ্দিক আহম্মেদ (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে একদিন আগে অপহরণ করা হয়েছিল।

শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি (তদন্ত) আশিকুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার সিদ্দিককে অপহরণ করা হয়। এরপরই তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করে। কিন্তু শুক্রবার সকালের দিকে কেরানীগঞ্জের কোনদা ইউনিয়নের আইনতা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।’

পুলিশ জানায়, সিদ্দিক কেরানীগঞ্জের বসুন্ধরা গ্রুপের লোহার ট্যাঙ্কার তৈরির কারখানার কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবার কারখানা থেকে বাসায় যাওয়ার পথে তিনি অপহৃত হন। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।